বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ট্রাস্ট পূর্ণ গঠন ও কার্যকর করা সহ ময়মনসিংহ মুক্তিযোদ্ধা পল্লীতে অবস্থিত ও বর্ণিত সরকারি অকৃষি খাস ভূমি মুক্তিযোদ্ধা পল্লীতে বসবাসরত অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের অনুকুলে রিয়াতি মূল্যে বন্দোবস্ত প্রদানের দাবিতে জেলা প্রশাসক মোঃ এনামুল হক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে ময়মনসিংহ মুক্তিযোদ্ধা পল্লী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর মুক্তিযোদ্ধারা।
রবিবার সকালে স্মারকলিপি প্রদানের পূর্বে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে ১৭/ ৪/২০১৩ তারিখ ম্যানেজিং ট্রাস্ট মহোদয়ের মৃত্যুজনিত কারণে উক্ত শূন্যপদে সাধারণ মুক্তিযোদ্ধাদের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে নির্বাচিত করা সহ নানান দাবি জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের সময় ময়মনসিংহ মুক্তিযোদ্ধা পল্লী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুর রব, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযুদ্ধা ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শরীফ কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা সতেন্দ্র কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা পড়লে সন্তান কমান্ডের সভাপতি ফরহাদ আলম খান সোহেল, সন্তান কমান্ড মনজুরুল হক, আলমগীর হোসেন, বজলুর রহমান খান কাজল, ইমতিয়াজ আহমেদ বুলবুল সহ বীর মুক্তিযোদ্ধা গান ও সন্তান কমান্ডের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।