
ময়মনসিংহ আনন্দমোহন কলেজের অর্থনীতি বিভাগ, এর সাবেক মেধাবীছাত্র (সেশন ১৯৮৩-৮৪, ব্যাচ ১২শ ) প্রাক্তন কৃতীশিক্ষক ও বিভাগীয় প্রধান, শিক্ষক পরিষদের ৪ বার নির্বাচিত সম্পাদক ভূতপূর্ব উপাধ্যক্ষ; এবং ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাকালীন প্রথম চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল পুনরায় চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্তিতে প্রাণঢালা সংবর্ধনা দেয় আনন্দমোহন কলেজের অর্থনীতি বিভাগ ।
২ জুলাই শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লা ।
বিশেষ অতিথি ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের, আনন্দ মোহন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আফছার আয়োজন কমিটির আহ্বায়ক আনন্দ মোহন কলেজ অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আহসান হাবীব প্রমুখ ।
আলোচনা অনুষ্ঠানের পূর্বে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল কে মানপত্র, ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানান আনন্দমোহন কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর এবং ছাত্র-ছাত্রী সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ । সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দ মোহন কলেজ অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহ্ মোঃ মইনুদ্দীন ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
