
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইকরামুল হক টিটু সহ পরিবারের আরোও সদস্য কিছু দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় মসিক মেয়র সহ সকলের রোগমুক্তি কামনায় গত ৪ জুলাই সোমবার রূপসী বাংলা সমবায় সমিতির লিমিটেড এর উদ্যোগে নগরীর কাঁচিঝুলি কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলের শুরুতেই কুরআন থেকে তেলওয়াত করেন রূপসী বাংলা প্রতিষ্ঠানের সিএম নজরুল ইসলাম ও দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের সি.এ.এ.আঃ রাজ্জাক। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসী বাংলা’র (সি.ই.ও) মোঃ আবুল হোসাইন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপসী বাংলা’র সভানেত্রী (পরিচালক) পলি শিকদার। এছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সমন্বয়কারী শংকর চন্দ্র সরকার, জিএম বজলুর রহমান,পিএম মিজানুর রহমান, আরএম মোঃ আবুল হোসেন, আইটি মোঃ ফাহাদ আহমেদ, সিসি এম এ এইচ কামাল, এফএম হাসান ইকবাল,সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,এএম রফিকুল ইসলাম, গোলাম মোর্শেদ খান,সাইদুল ইসলাম,পিও আজাহারুল ইসলাম সহ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন রুপসী বাংলার সকল কর্মকর্তা ও কর্মচারীগণ। দোয়া ও মিলাদ শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
