স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ’ ৭১ ময়মনসিংহ মহানগর, জেলা ও বিভাগীয় কমিটি। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ’ ৭১, যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার আলহাজ্ব শামসুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিভাগীয় সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ’ ৭১ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ’ ৭১ এর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মহানগর সেক্টর কমান্ডের মোঃ ইউনুসুর রহমান তালুকদার, সেক্টর কমান্ডার ফোরাম এর সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবুল, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নিয়াজ মোরশেদ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সরকার, সেক্টর কমান্ডারস্ ফোরামের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জাফরউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুল কদ্দুস, সাবেক সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ফকির, বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল তালুকদার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর, জেলা ও বিভাগীয় সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ’ ৭১ এর অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও পরিবারসহ অন্যান্য নিহত সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com