ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কাকনী ইউনিয়নে দুগাছি গ্রামে টিউবওয়েলের গর্তের জমে থাকা পানিতে ডুবে দু’বোনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, ওই দুই শিশু সম্পর্কে চাচাতো জেঠাতো বোন হয়। দুগাছি গ্রামের খাদেমুল হকের মেয়ে রৌজামনি(২) ও রুবেল মিয়ার মেয়ে সানজিদা আক্তার রাইসা (৩)।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় বাড়ির আঙ্গিনায় খেলার ছলে টিউবওয়েলের জমানো পানি তিন/চার ফুট গর্তে পড়ে যায়। দীর্ঘ সময় বাড়ির লোকজন শিশু দুই জনকে খোঁজতে শুরু করে। খোঁজা খুজির পর ওই গর্তে তারা শিশু দুইজনের লাশ ভাসতে দেখে। আর ওই মর্মান্তিক মৃতুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, এ ঘটনায় অপমৃত্যু একটি মামলা দায়ের করা হয়েছে,পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com