ভারতে মহানবী (সা.) কে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে শুক্রবার ১০ই জুন সারাদেশের ন্যায় ময়মনসিংহে বিক্ষোভ কর্মসূচির করেছে ইসলামী আন্দোলন ময়মনসিংহের নেতাকর্মীরা।
ভারতের ক্ষমতাসীন বিজেপি মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (স.) ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-এর শানে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০ জুন শুক্রবার বাদ জুমু’আ,ময়মনসিংহ বড় মসজিদ থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে টাউন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
উক্ত কর্মসূচিতে দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মুফতি এয়াকুব সাঈদ।
এসময় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ময়মনসিংহ উত্তর শাখার সভাপতি মুফতি গোলাম মাওলা ভুইয়া ও সাধারন সম্পাদক মুফতি হাবিবুল্লাহ, ময়মনসিংহ দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদ ও সাধারন সম্পাদক মাওলানা সাইফুল্লাহ মানছুর। এছাড়াও জাতীয় শিক্ষক ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইলিয়াস আহমেদ ও সাধারন সম্পাদক এইচ এম হুজাইফা, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আরিফুল ইসলাম জুয়েল ও অন্যান্য ওয়ার্ড থেকে আগত আব্দুল্লাহ আফান কায়েস, আব্দুর রাজ্জাক, লিটন, সিরাজুল ইসলাম ও জিয়াউর হকসহ অন্যান্য সদস্যরা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com