
বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় ময়মনসিংহ নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের মূল ফটকের সামনে ফিতা কেটে ও সুইচ চেপে এ গার্ডেন লাইটের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু।
ব্রহ্মপুত্রের পাড়ে অবস্থিত পার্কে ২৭০টি দৃষ্টিনন্দন গার্ডেন লাইটের আলোয় সজ্জিত হয় পুরো পার্ক এলাকা।
এ সময় মেয়র বলেন, ময়মনসিংহ সিটির নাগরিকদের বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র জয়নুল আবেদিন পার্ক। সন্ধ্যার পর যারা পার্কে আসেন তাদের নিরাপত্তা এবং পার্কের সৌন্দর্য বৃদ্ধিতে এ গার্ডেন লাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, নগরকে আলোকিতকরণের যে প্রকল্প চলমান আছে তা সম্পন্ন হলে নগরের সৌন্দর্য ও আলোকিতকরণে দৃশ্যমান পরিবর্তন ঘটবে।
এসময় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-২ মাহবুবুর রহমান, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, সচিব রাজীব কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জিল্লুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মসিকের বিভিন্ন এলাকার সড়কে বাতি স্থাপন প্রকল্পের আওতায় স্থাপিত হয়েছে এসব গার্ডেন লাইট। এ প্রকল্পের আওতায় নগরীর ১৭৬ কিলোমিটার সড়কে এলইডি বাতি স্থাপনের কাজ চলছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
