ঢাকাসোমবার , ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আমাদের পরিবার
  5. কর্পোরেট বুলেটিন
  6. কৃষি সংবাদ
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. ধর্ম ও জীবন
  14. নাগরিক সংবাদ
  15. পদ্মাসেতু
আজকের সর্বশেষ সব খবর

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রতনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
জুন ১৭, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মাহমুদুল হাসান রতন (৩২) নামে এক সাংবাদিক মারা গেছেন। শুক্রবার (১৭ জুন) ভোরে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (১৬ জুন) রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের চেলেরঘাট এলাকায় তার মোটরসাইকেলটি ইউটার্ন নিতে গেলে একটি ট্রাক তাকে চাপা দেয়।

রতন উপজেলার বাগান হাইত্যানিকান্দা গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি ঢাকা প্রতিদিনের ত্রিশাল উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, রতন রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলসহ ট্রাকের চাকার নিচে পড়ে তার একটি পা থেতলে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com