ময়মনসিংহে বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) দুপুর ১টার দিকে নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের গাঙ্গাইল গ্রামে ফুটবল খেলার সময় তিন কিশোর নিহত হয়। এছাড়াও ময়মনসিংহ সদর উপজেলার দড়ি কুষ্টিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের নালায় মাছ ধরতে গিয়ে আরও দুইজন মারা যায়।
মৃত ব্যক্তিরা হলেন- নান্দাইল গাংগাইল গ্রামের মো. শহিদুল্লার পুত্র আবু সাঈদ (১৪), হাদিস মিয়ার পুত্র শাওন মিয়া (১৩) ও বিল্লাল হোসেনের পুত্র স্বাধীন (১৪)। ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া গ্রামের বাক্কার হোসেন ও জাহাঙ্গীর হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে নান্দাইলের গাঙ্গাইল গ্রামে বৃষ্টির মধ্যে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাত হয়। এতে তিনজন কিশোরের শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com