
প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে ময়মনসিংহ জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
তারই অংশ হিসেব শনিবার (২৫ জুন) সকাল ৮.৩০ ঘটিকায় নগরীর টাউন হল চত্বর থেকে রফিক উদ্দীন ভুঁইয়া স্টেডিয়াম পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
পরবর্তীতে স্টেডিয়ামে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে কেন্দ্রীয় পর্যায়ে পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।
কেন্দ্রীয় পর্যায়ে উদ্বোধন শেষে বেলুন উড়িয়ে জেলা পর্যায়েও পদ্মা সেতুর শুভ উদ্বোধন অনুষ্ঠান উদযাপন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মো: শাহ্ আবিদ হোসেন, বিপিএম (বার), মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইউসুফ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার
মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা), জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ময়মনসিংহের বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
