ঢাকারবিবার , ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কার্যালয় ঘেরাও করে – শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
জুলাই ৪, ২০২২ ২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নানা দুর্নীতি, জালিয়াতি ও অর্থআত্মসাৎ , চরম অব্যবস্থাপনাসহ দীর্ঘদিন যাবৎ ভোগান্তির শিকার হওয়া ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা এবার কলেজ প্রশাসন অধ্যক্ষ মো: আলমগীর হোসেনের অবিলম্বে পদত্যাগের দাবিতে ফুঁসে ওঠেছে কলেজের শিক্ষার্থীরা।

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো: আলমগীর হোসেন কলেজে দায়িত্ব পাওয়ার পর থেকেই দুর্নীতিবাজ কিছু শিক্ষকদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলেছে বলে অভিযোগে জানিয়েছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। দুর্নীতিবাজ শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলতে গেলেই শিক্ষার্থীদের হতে হয় চরম ভোগান্তির শিকার।

কলেজ প্রশাসন অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে কলেজে নানা রকম দুর্নীতিসহ চরম অব্যবস্থাপনার দানা বেঁধেছে বলে দাবি করেছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের বিরুদ্ধে কোন কিছু করতে গেলেই বিভিন্ন সময়ে এ সিন্ডিকেটের কবলে হতে হয়েছে হয়রানি। এসব বিষয়ে বিভিন্ন সময়ে দফায় দফায় শিক্ষার্থীরা সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করেও কোন পদক্ষেপ নেয়নি কলেজ কর্তৃপক্ষ।

যার প্রেক্ষিতে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজের নানাবিধ দুর্নীতি ও অনিয়ম নিয়ে অধ্যক্ষের সাথে কথা বলতে গেলে তিনি তাদের সাথে অসহযোগীতামূলক আচরণ করেন এবং বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকান্ডের কোনো সদুত্তোরও দেননি । এতে শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা দিলে রবিবার (৩ রা জুলাই) শিক্ষার্থীরা প্রশাসনের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে ” দুর্নীতিমুক্ত ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই” এই ব্যানারে সংবাদ সম্মেলন আয়োজন করে।

সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী প্রসেনজিৎ বড়ুয়া ও সিভিল ডিপার্টমেন্ট এর ৩য় ব্যাচের শিক্ষার্থী মো. তৌহিদুল ইসলাম আশরাফী। বক্তব্যে শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অধ্যক্ষ এবং তার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রাথমিকভাবে যেসব অভিযোগ উঠে এসেছে সেগুলোর মধ্যে অন্যতম হল- ব্যবস্থাপনা ও মেরামতের কাজের নামে কোটি টাকার অনিয়ম (টেন্ডার কর্মকর্তাদের সাথে যোগসাজশে রিপেয়ার এবং মেইন্টেনেন্স এর কোন ধরণের কাজ না করেই বিল উত্তোলন করা হয়), সেমিনার,যানবাহন ব্যবস্থা এবং মেডিকেল সেন্টারের নামে দূর্নীতি,কর্মচারিদের বেতন নিয়ে দুর্নীতি,কলেজের আসবাবপত্র কেনায় দুর্নীতি, আউটসোর্সিং এর টেন্ডারে সরাসরি আর্থিক লেনদেনে অধ্যক্ষ মহোদয় এবং প্রভাষক ফরহাদুল আলমের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

এছাড়াও করোনাকালীন সময়ে বিভিন্ন টেন্ডারে বিশেষ করে আর এফ কিউ এর বিভিন্ন কাজে আর্থিক লেনদেনে অধ্যক্ষ প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে । বিভিন্ন ডিপার্টমেন্ট এর ল্যাবের প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনাকাটায় দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে এবং এই ধরনের কেনাকাটায় চাহিদাপত্র এর সাথে গড়মিল থাকা সত্ত্বেও রিসিভিং কমিটিকে ভয় ভীতি প্রদর্শন এর মাধ্যমে স্বাক্ষর করাতে বাধ্য করা হয়।

বক্তব্যের শেষে শিক্ষার্থীরা অধ্যক্ষের দ্রুত পদত্যাগ দাবি করেন ও সকল দুর্নীতির সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আহবান জানান, অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

তবে গত ২৮ শে জুন কলেজের সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কার্যালয় ঘেরাও করে রাখায় তোপের মুখে পড়ে কলেজ প্রশাসন। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের আশ্বাসে শিক্ষার্থীরা ফিরে যায়। কলেজের অধ্যক্ষের নানা রকম দুর্নীতি, চরম অব্যবস্থাপনা, টাকা আত্মসাত, জালিয়াতি ও ভোগান্তির শিকার হওয়া সাধারণ শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পাঠিয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com