ঢাকাশুক্রবার , ২ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

মসিক মেয়রের ঈদ অভিজ্ঞতা

জাগো বুলেটিন
জুলাই ১০, ২০২২ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

গত মাসের ২৮ তারিখ করোনা শনাক্ত হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ইকরামুল হক টিটুর। এরপর থেকেই আইসোলেশনে থেকে থেকে চিকিৎসা গ্রহণ করতে হয়েছে তাকে। সশরীরে উপস্থিত থেকে অনেক কাজ তদারকি করতে না পারলেও ভার্চুয়ালি যুক্ত থেকে নিজের দায়িত্ব পালন করেছেন। মেয়র টিটু জানান, পবিত্র ঈদুল আযহার উপলক্ষ্যে কোরবানির পশু ক্রয় বিক্রয়ের লক্ষ্যে হাট ব্যবস্থাপনা, নির্ধারিত স্থানে কোরবানি নিশ্চিত করণ, আঞ্জুমানে ঈদগাহ মাঠ প্রস্তুতকরণ এবং কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত সময়ে অপসারণ ইত্যাদি বিষয়গুলো নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগের মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করেছি। সম্মানিত নাগরিকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় অনেকাংশেই হয়তোবা সম্ভব হয়েছে কিন্তু সকল সময় অনুভব করেছি সরাসরি থেকে কাজগুলো করার মাধ্যমে আত্ম সন্তুষ্টি লাভ করা সহজ হতো এবং সকলের সঙ্গে সরাসরি সংযোগ এবং পরামর্শ গ্রহণ করা সম্ভবপর হতো কিন্তু বৈশ্বিক মহামারি করোনার কারণে পবিত্র ঈদের দিন সহ পূর্ব এবং পরবর্তী প্রত্যেকটি মুহূর্ত সম্মানিত নাগরিকবৃন্দকে দারুণভাবে অনুভব করেছি, আপনাদের প্রচন্ড ভালবাসা এবং সহানুভূতি, আবদ্ধ মনের কষ্টগুলোকে অনেক ক্ষেত্রেই প্রশমিত করেছে।

নিজের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আপনাদের সকলের দোয়ায় কোন প্রকার জটিলতা ছাড়াই আলহামদুলিল্লাহ ভালই আছি। প্রতিক্ষনেই সকলকে দারুণভাবে অনুভব করছি।

সকলের সুস্থতা কামনা করে তিনি সবার কাছে দোয়া চান। তিনি বলেন, এই বছরের ঈদটিকে মনে হয়েছে ভিন্নমাত্রিক ঈদ উদযাপন। দোয়া করবেন যেন দ্রুতই সুস্থতার সাথে সম্মানিত নগরবাসীকে নিয়ে নগরের প্রত্যাশা পূরণে আপনাদের সেবক হিসেবে কাজ শুরু করতে পারি। মহান আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ ও ভালো রাখুন।

/শুভ্র/

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com