ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তারকে রক্ত দিলেন ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।
গতকাল মঙ্গলবার (১২ জুলাই) সাংবাদিক ফাহমিদ আহমেদ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তারের জন্য জরুরী বি পজিটিভ রক্ত লাগবে মর্মে নিজের ফেসবুক প্রোফাইলে জানান। বিষয়টি জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিনের দৃষ্টিগোচর হলে সেখানে তিনি মন্তব্যের ঘরে জানান, ‘আমি দিতে চাই, কখন কোথায় লাগবে?
ফাহমিদ আহমেদ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তারের জন্য রক্ত নেওয়ার সময় সংসদ সদস্যকে অবগত করেন। পূর্ব নির্ধারিত সময়ে রক্ত দানের জন্য সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খাঁন তুহিন নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে উপস্থিত হন এবং বুধবার (১৩ জুলাই) বেলা বারোটার সময় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রক্ত দান করেন।
এ সময় জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডাঃ এ. এস. এম. শফিকুল ইসলাম, এম.টি ল্যাব মোঃ আলামিন, এম.টি ই.পি.আই. মোঃ আসাদুজ্জামান, এস.আই.টি সোহাগ আকন্দ, সাংবাদিক ফাহমিদ আহমেদ, সাংবাদিক আলম ফরাজি উপস্থিত ছিলেন।
রক্ত দানের পরে রক্তগ্রহীতা ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তারকে দেখতে যান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
নান্দাইল উপজেলার ১০নং শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের মোঃ কবির মিয়ার স্ত্রী পারভিন আক্তার। গত ছয় বছর ধরে তিনি জঠিল এই রোগে ভুগছেন বলে জানায় অসহায় এই দম্পতি। এই কয় বছরে জমানো টাকা ও সহায়-সম্বল বিক্রি করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। প্রতিমাসে কমপক্ষে চার ব্যাগ রক্তের প্রয়োজন পড়ে। এ অবস্থায় রক্ত জোগাড় করতে হিমশিম খেতে হয় তাদের।
রোগীর স্বামী কবির বলেন, আমি স্ত্রীর চিকিৎসার ব্যায় মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছি। গত বেশ কয়েক দিন ধরেই চিকিৎসক জানাচ্ছিলেন অতিদ্রুত এক ব্যাগ রক্ত লাগবে। অবশেষে এক আত্মীয়ের ফেসবুকে পোস্ট দিলে অল্প সময়েই সাড়া দেন এমপি মহোদয়। এটা নজিরবিহীন। কল্পনাও করাতে পারিনি। একজন এমপি এরকম মহানুভবতার পরিচয় দেবেন। আমি ও আমার পরিবার তার প্রতি চিরকৃতজ্ঞ।
এ বিষয়ে এমপি তুহিন বলেন, আমি প্রচারের জন্য এটা করিনি। দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য করেছি। মানুষ হয়ে মানুষের সেবামাত্র। তাছাড়া একজন এমপি যখন নির্দ্বিধায় রক্ত দেন, তখন এটা সকলকেই রক্তদানে উৎসাহ জোগাবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com