আজ বিকেল সাড়ে ৪টার দিকে শহরের একাধিক সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এসব উন্নয়ন কাজের মোট ব্যয় প্রায় ৬ কোটি টাকা। উদ্বোধনকৃত কাজগুলোর মধ্যে রয়েছে- ডি এন চক্রবর্তী রোডে আরসিসি ড্রেন নির্মাণ, ঈশান চক্রবর্তী রোড নির্মাণ এবং জেরো পয়েন্ট রাস্তা সংলগ্ন প্রতিমা বিসর্জন ঘাট আরসিসি রাস্তা নির্মাণ।
উদ্বোধনকালে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ আসিফ হোসেন ডন, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক হাসান, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, সহকারী প্রকৌশলী আজহারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com