ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ময়মনসিংহ -টাঙ্গাইল রোডের বেহাল অবস্থা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
সেপ্টেম্বর ৬, ২০২২ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

 

ময়মনসিংহ নগরীর ২ নং ওয়ার্ড পুলিশ লাইন মোড় হতে শুরু করে পাম্প পিরিয়ে আনসার ক্যাম্প পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ রাস্তা এবং এই রাস্তা দিয়ে দিন-রাত ২৪ ঘন্টাই সব ধরনের অসংখ্য  গাড়ী সহ লোকজন চলাচল করে। দীর্ঘ দিন যাবৎ এই রাস্তায় অল্প বৃষ্টিতেই রাস্তার দুই পাশে পানি জমে থাকায় ভেঙ্গে পড়েছে ও যানবাহন এবং লোকজন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার এ রকম বেহাল অবস্থা থাকায় প্রতিদিনই যেমন যানজট লেগে থাকে এবং প্রায় সময় এক্সিডেন্টও ঘটছে। এ ছাড়া সাধারণ জনগণ সহ পুলিশ লাইন স্কুলের ছাত্র ছাত্রীরা রাস্তার দুই পাশে পানি ও কাঁদা জমে থাকায় পায়ে হেটে চলাচল করতে পারছে না। ময়মনসিংহ থেকে বেশিভাগ উত্তর বঙ্গে গাড়ি এ রাস্তা দিয়ে চলাচল করে।

এ বিষয়ে নাম প্রকাশ না করা শর্তে বলেন একজন গাড়ি চালক বলেন, কিছুদিন আগে রাস্থা তৈরি করেছে। এখন রাস্থায় পানি জমে থাকে এটা জন্য এখানে জামে লেগে থাকে। এখানে যেকোন সময় বড় ধরনে দূর্ঘটনা হতে পারে। এই রাস্থা খুব তারাতাড়ি মেরামত করা জন্য আমাদের গাড়ি চালকদের পক্ষে থেকে অনুরোধ জানাই।

এ বিষয়ে রহিম নামে একজন পথচারী বলেন, এখানে রাস্তা বেহাল অবস্থা কারনে সময় দীর্ঘ জ্যাম লেগে থাকে। আর রাস্তা পারাপার খুব সমস্যা হয় সাধারণ পথচারীও স্কুলের শিক্ষার্থীদের এটা যতো তারাতাড়ি ঠিক করা যাই ততো ভালো। এমতাবস্থায় রাস্তাটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

 

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com