ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

হালুয়াঘাট প্রেসক্লাব থেকে ১৪ সদস্যের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ডিসেম্বর ৪, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

 

অনিয়ম আর স্বেচ্ছাচারিতার অভিযোগে ময়মনসিংহের হালুয়াঘাট প্রসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারন সদস্য পদ হইতে ২২ সদস্যের মধ্যে ১৪ সদস্যই পদত্যাগ করার ঘটনা ঘটেছে।

গত ৩ ডিসেম্বর শনিবার হালুয়াঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক বরাবরে লিখিতভাবে একযোগে উক্ত পদত্যাগ পত্র প্রদান করা হয়।পদত্যাগ পত্র গ্রহণ করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জোটন চন্দ্র ঘোষ।

পদত্যাগকৃত সদস্যরা হলেন,দৈনিক ভোরের কাগজের মোঃ বাবুল হোসেন, দৈনিক ইত্তেফাকের আব্দুর রাজ্জাক, দৈনিক আমাদের সময় ও বিজয় টিভির আব্দুল হক লিটন, আনন্দ টিভি ও দৈনিক মানবজমিনের ওমর ফারুক সুমন, দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসের শুভাশীষ সরকার শুভ,দৈনিক কালের কন্ঠের মাজহারুল ইসলাম মিশু,

বাংলাদেশ প্রতিদিনের রহমান রাজু,এশিয়ান টিভি ও দৈনিক সময়ের আলো এম এ খালেক,দৈনিক আজকালের খবর, চ্যানেল এস এর এম এ মালেক, দৈনিক মানবকণ্ঠের আবদুল আউয়াল,দৈনিক কালবেলার জুলফিকার আলী জুলমত,দৈনিক আলোকিত সকালের আনছারুল হক রাসেল,দৈনিক ঢাকার ডাকের দুলাল রায়,দৈনিক দিগন্ত বাংলার শাহাদাৎ হোসেন।

জানা জায়,প্রেসক্লাব হইতে বৃহৎ একটি অংশ একসাথে পদত্যাগ করায় সুধীমহলে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। এমনকি প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটির সভাপতি শাহা আলমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংবাদিকসহ অনেকেই।

এদিকে এতগুলো গণমাধ্যম কর্মী একসাথে পদত্যাগ করার কারন জানতে চাইলে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক সিনিয়র সাংবাদিক বাবুল হোসেন বলেন,বিগত সময়ে প্রেসক্লাবকে কেন্দ্র করে কতিপয় সদস্যের ভূমিকা ব্যপক প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত।এমনকি ইতিমধ্যে প্রেসক্লাবের নির্বাচন নিয়ে যে তালবাহানা শুরু করে দিয়েছে তা স্বেচ্ছাচারিতাকেও হার মানিয়েছে।

সাংবাদিক ওমর ফারুক সুমন বলেন, প্রত্যেকটা সংগঠন একটি নির্দিষ্ট গঠনতন্ত্র ও নিয়মের মধ্য দিয়ে চলে।এখানে কোনো নিয়ম লাগেনা,যখন যা ইচ্ছে তাই করে যাচ্ছে। এমনকি গত সাধারন সভা ও কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামি ৩০ ডিসেম্বর নির্বাচন দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।সেই লক্ষ্যে গত ৩০ নভেম্বর গঠিত নির্বাচন কমিশনারের আছে দায়িত্ব হস্তান্তরের কথা ছিলো। তা না করে সভাপতি তার একক সিদ্ধান্তে নির্বাচন স্থগিত করে দিয়ে অপচেষ্টায় লিপ্ত হয়।সভাপতির দীর্ঘদিনের অনিয়ম আর স্বেচ্ছাচারিতার কারনেই এতগুলো সদস্য একসাথে পদত্যাগ করেছেন বলে জানা যায়।

জানা যায়,পদত্যাগকৃতদের মধ্যে একাধিক কার্যনির্বাহী কমিটির সদস্যও রয়েছেন।যারা প্রেসক্লাবের সভাপতির কার্যক্রম নিয়ে চরম অসন্তুষ্টি ও প্রশ্ন তুলেছেন।খুব শীগ্রই নতুন উদ্যমে বস্তুনিষ্ঠ সংবাদকর্মীদের নিয়ে নতুন সংগঠন প্রকাশ করার লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com