ঢাকাবুধবার , ২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ময়মনসিংহে চতুর্থ বাংলা চারুকলা উৎসব শুরু

জাগো বুলেটিন
ডিসেম্বর ২৩, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের প্রত্যয়ে ময়মনসিংহে আজ থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘চতুর্থ বাংলা চারুকলা উৎসব’।
শুক্রবার দুপুরে ব্রহ্মপুত্রের পাড়ে নগরীর বিজিবি পার্কে উৎসবের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও আর্ট বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজিবি ময়মনসিংহ সেক্টর দপ্তরের সেক্টর প্রধান কর্ণেল মো. মাহমুদুর রহমান, ভারতীয় চিত্রশিল্পী বিদ্যাসাগর, উপাধ্যক্ষ জামাল আহমেদ, আট বাংলা ফাউন্ডেশনের ডিজি হারুন অর রশিদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উৎসবের আহ্বায়ক প্রফেসর মো. ইউনুস। অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে আজীবন সম্মাননা পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেন, আমাদের রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে সরকার নানামুখি উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।
ময়মনসিংহে প্রথমবার অনুষ্ঠিত এই চারুকলা উৎসবে দেশ-বিদেশের বরেণ্য ও তরুণ শিল্পীদের সান্নিধ্যে ময়মনসিংহের ৭টি স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী উৎসবে শিল্পকর্ম নির্মাণের সুযোগ পাবেন। পরে ২৫ ডিসেম্বর শিল্পীদের আাঁকা শিল্পকর্মগুলো প্রদর্শন করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com