পরিবেশ রক্ষায় কাজ করার জন্য স্বপ্নবিলাস এসোসিয়েশন-এর পৌষালী পাঠোৎসবে জাগ্রত আছিম গ্রন্থাগারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। জাগ্রত আছিম গ্রন্থাগারের সভাপতি জিল্লুর রহমান রিয়াদ সম্মাননা স্মারকটি গ্রহণ করেছেন।
সম্মাননা স্মারক প্রদান করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, ফলদ বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা দ্রাবিড় সৈকত এবং স্বপ্নবিলাস এসোসিয়েশন এর সভাপতি আমিরুল ইসলাম।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দাম এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।
উল্লেখ্য, ২০২১ এবং ২০২২ সালে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার আছিম এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ, মাদ্রাসায় বৃক্ষরোপণ এবং স্কুল কলেজের শিক্ষার্থী ও পথচারীদের মাঝে গাছ বিতরণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করে।
এই সম্মাননা প্রাপ্তির প্রসঙ্গে জিল্লুর রহমান রিয়াদ বলেন, জাগ্রত আছিম গ্রন্থাগারের বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি বাস্তবায়নে ফুলবাড়ীয়া হেল্পলাইন সহ আরও যেসব সংগঠন সহযোগিতা করেছে এবং যাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে গাছগুলো ক্রয় করা হয়েছে, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সম্মাননা আপনাদের সকলের।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com