ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ময়মনসিংহে আখের রস খাইয়ে ইজিবাইক চোর চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
মে ৭, ২০২৩ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

 

নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহঃ আখের রস খাইয়ে ইজিবাইক চুরির ঘটনায় অজ্ঞান পার্টির দুই সক্রিয় সদস্য আশরাফুল (২৬) ও মো: আ: জলিল (৪৪) কে গ্রেফতার করে গৌরিপুর থানা পুলিশ এবং ইজিবাইক উদ্ধার করে।

শুক্রবার (৫ মে) রাম গোপালপুর বাসস্ট্যান্ড গৌরিপুর থানা এলাকা থেকে রাত ১০.২৫ মিনিটে টহলরত গৌরীপুর থানা পুলিশ আসামিদের আটক করে এবং ইজিবাইক উদ্ধার করে।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, আসামিরা অটো ড্রাইভার খায়রুল বাসার চঞ্চল (১৯) কে নিয়ে ঈশ্বরগঞ্জ বাজার অটো স্ট্যান্ড থেকে ময়মনসিংহ শম্ভুগঞ্জ বাজার মোড়ে মাছের রেনু পোনা কিনে আনতে যাবে বলে রিজার্ভ ১২০০ টাকা ভাড়া করে নিয়ে আসে।পরবর্তীতে শুম্ভুগঞ্জ বাজারে এসে আসামিরা বলে এখানে রেনু পোনা নাই, কলতাপাড়া যেতে হবে।আসামিরা বলে আজ অনেক গরম আখের রস খেয়ে যাই।আখের রসের সাথে ড্রাইভারকে কৌশলে চেতনা নাশক মিশ্রিত আখের রস খাইয়ে কলতাপাড়ার উদ্দেশ্যে রওনা হয়।কলতাপাড়া আসার পথে ড্রাইভার অচেতন হয়ে পরলে ড্রাইভার কে গৌরীপুর থানার কলতাপাড়া এলাকার পাকা রাস্তার পাশে ফেলে অটোগাড়ী চুরি করে নিয়ে যায়।পরবর্তীতে টহলরত গৌরীপুর থানা পুলিশ আসামিদের আটক করে এবং অটোগাড়ী উদ্ধার করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ও গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com