ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ময়মনসিংহে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

জাগো বুলেটিন
আগস্ট ২৪, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রাস্তার পাশ থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার নান্দাইল-আঠারবাড়ি সড়কের কবিরপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আল আমিন (৩০) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত জমত আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার (২৩ আগস্ট) বিকালে আল আমিন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করেন পরিবারের লোকজন। পরে শনিবার সকালে খবর পান ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি-নান্দাইল সড়কের কবিরপুরে একজনের লাশ পড়ে রয়েছে। সেখানে গিয়ে মা রেজিয়া খাতুন শনাক্ত করেন এটাই তার ছেলে আল আমিনের লাশ। এ অবস্থায় সেখান থেকেই লাশ উদ্ধার করে পুলিশকে না জানিয়েই বাড়িতে নিয়ে যায়।

পরে পুলিশ খবর পেয়ে বাড়ি থেকে ফের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি রায়ের বাজার তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক বলেন, ‘ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। আমরা আসল ঘটনাটি উদঘাটনের চেষ্টা করছি।’

তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com