ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ময়মনসিংহে ডিবির অভিযানে মাদকাসক্ত ও ছিনতাইকারী গ্রেফতার ১৪

জাগো বুলেটিন ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২২ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ৭৪ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। সোমবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে মাদকমুক্ত জেলা গড়ে তুলতে ডিবি পুলিশ নিয়মিত অবিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে সোমবার রাতে পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে ১৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এর মাঝে এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ নগরীর কাচারীঘাট নির্বাচন অফিসের পিছন থেকে ৪২ গ্রাম হেরোইনসহ ৩ মাদকাসক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আরমান ওরফে বাঘা , আহম্মদ আলী ওরফে দ্বীপ ও রিয়াজ। এসআই জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ র‌্যালীর মোড় এস কে হাসপাতালের সামনে থেকে ১৮ গ্রাম হেরোইনসহ আরো ৫ মাদকাসক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করে। তারা হলো, রাকিবুল হাসান রাকিব, উজ্জল ইসলাম,সাদিকুর রহমান শাওন, শামীম মিয়া ও এম সাইফুর রহমান শাকিল। এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ বলাশপুর রেলগেইটের সামনে থেকে ১৪ গ্রাম হেরোইনসহ অপর ৫ মাদকাসক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করে। তারা হলো, শিপন মিয়া, মোঃ আলম, মোঃ সোহেল, আবু সাইদ ও শাহিন। অফর অভিযানে এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ মুক্তাগাছার ভাবকী এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদকাসক্ত ছিনতাইকারী রুপচাঁন মিয়াকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

/শুভ /

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com