মানব সেবায় বলিয়ান আমরা একতা, অসহায়ের পাশে আছি থাকবো সর্বদা এই স্লোগানকে সামনে রেখে একতা ব্লাড ও সামাজিক সংগঠন ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে সবুজ বাংলা একতা যুব সংঘের সার্বিক সহযোগীতায় ধানীখোলা ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করন এবং মহিলাদের জন্য ১ টাকায় স্যানেটারী প্যাড বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় সংগঠনের সেরা স্বেচ্ছাসেবকদের সম্মাননা স্মারক এবং সনদ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি করেন, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানব মোঃ নূরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃকামরুজ্জামান এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডি, কে উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রিন্সিপাল জনাব মোঃ মোখলেছুর রহমান, এছাড়াও আরো অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন একতা ব্লাড ও সংগঠন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মোঃ আবু নাঈম। এ সময় আরোএকতা ব্লাড ও সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা জনাব মোঃ শুভ আহমেদ এবং সভাপতিঃতীর্থ অনুরাগ সাধারণ সম্পাদকঃপ্রদীপ ঘোষ এবং সহ-সভাপতি জনাব মোঃ রাকিব আহমেদ, ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হাসান সহ সকল স্বেচ্ছাসেবক বৃন্দ যেমন মনিরুজ্জামান মাসুদ রানা, বাবু, শহিদুল ইসলাম, আলিফসহ আরো অনেকেই। এসময় ১০০০+ মানুষের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ এবং মহিলাদের সেনেটারী প্যাড বিতরণ করা হয়।
সংগঠনের সকল সেচ্ছাসেবক পরিশ্রমের মাধমে এগিয়ে যাচ্ছে, প্রকৃত পক্ষে সত্যিকার অর্থেই তারা মানুষের জন্য নিস্বার্থভাবে কাজ করে যাচ্ছে বলে মনে করেন সচেতন মহল।