মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ সহ ১১দফা দাবিতে ময়মনসিংহ নগরীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট প্রদান করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
মানববন্ধনে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার বেসরকারি স্কুলের শিক্ষক নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার কবীরে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বুধবার ২৩ মার্চ সকাল সাড়ে ১১ টায় নগরীর গাঙ্গিনাপাড় ফিরোজ জাহাঙ্গীর চত্বরে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ তাঁদের এগার দফা যৌক্তিক দাবির সপক্ষে জোড়ালো বক্তব্য রাখেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com