জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব ও সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেকহা) এর কনফারেন্স রুমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন,অত্র হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম কিবরিয়া। তিনি জাতির পিতার শৈশব, কৈশোর ও রাজনৈতিক জীবনে আলোকপাত করে বিশ্লষণধর্মী বক্তব্য তুলে ধরে বক্তব্য রাখেন। ডাঃ পরিমোহন পন্ডিত এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপ-পরিচালক ডাঃ ওয়ায়েজউদ্দীন ফরাজী, সহকারী পরিচালক ডাঃ শেখ আলী রেজা সিদ্দিকী, কার্ডিওলজি বিভাগের আবাসিক চিকিৎসক ডাঃ আলাউল সরকার বিদ্যুৎ, ডাঃ এ.কে.এম আব্দুল করিম, রাহাত চৌধুরী, স্টোর অফিসার মোঃ শাহজাহান, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ময়মনসিংহের সভাপতি সিনিয়র স্টাফ নার্স লুৎফর রহমান, গোলাম মোস্তফা প্রমূখ। বক্তারা নিরস্ত্র বাঙালির মুক্তিযোদ্ধে মহান স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় মমেকহা এর কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এর আগে সকালে পরিচালকের নেতৃত্বে নগরীর পাটগুদাম ব্রিজের মোড় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com