আজ শনিবার (২ এপ্রিল) সকাল ১১ টায় ময়মনসিংহ নগরীর ধানসিঁড়ি রেস্টুরেন্টে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্টার সমিতি, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে সাধারণ সভা ও ত্রি বার্ষিক কাউন্সিল অধিবেশন ২০২২ অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্টার সমিতি ময়মনসিংহ জেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে সকল সদস্যদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির কাউন্সিলে আবারও সভাপতি নির্বাচিত হন অধ্যাপক কাজী এনায়েতুর রহমান ও সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা কাজী সমিতির সভাপতি অধ্যাপক কাজী এনায়েতুর রহমান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্টার সমিতির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান সরদার ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব কাজী মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন ও স্বাগত বক্তব্য রাখেন কাজী মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা কাজী কমিটির সিনিয়র সহ সভাপতি কাজী আবুল কালাম আজাদ।এছাড়া উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাজিতপুর কাজী সমিতির সভাপতি ও কিশোরগঞ্জ জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী এম এ মান্নান, নেত্রকোনা জেলা কাজী সমিতির সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, আলহাজ্ব মাওলানা কাজী মোহাম্মদ শফিউল আলম চৌধুরী, নেত্রকোনা, এছাড়াও আরোও বিভিন্ন জেলার কাজীসহ প্রমুখ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com