
পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সফিকুল ইসলাম, অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহের নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০৩ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখ ১০.৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রাজগঞ্জ সাহেব কাচারি বাজার থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আঃ গনি (৪০) পিতা ছমেদ আলী, মাতা আয়শা খাতুন, সাং- সিংদই কাঁকধারা, ২। মোঃ পনি মিয়া (২৮) পিতা মৃত রিয়াজ উদ্দিন মাতা আনোয়ারা বেগম, সাং হাসেন পুর উভয় থানা- নান্দাইল জেলা ময়মনসিংহ এবং এসআই(নিঃ) মোঃ কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার নান্দাইল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০৩ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখ ১৭.১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন লক্ষীপুর হাটসিরা বাজার থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ৩। মোঃ টিপু সুলতান (২৮), পিতা মৃত-শামছুল হক, মাতা-মোছাঃ রেহেনা খাতুন, সাং-ছনাটিয়া, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ ও এসআই(নিঃ) মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ফুলপুর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০৩ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখ ১৭.১৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন খালমগড়া এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ৪। মোঃ মোখছেদুল (২৫), পিতা-মোঃ মজিবর রহমান, মাতা-খোদেজা খাতুন, ৫। মোঃ শরিফুল ইসলাম (৩০), পিতা মৃত-আশরাফ উদ্দিন, মাতা-মোছাঃ আছিয়া খাতুন, ৬। মোঃ নজরুল ইসলাম (৩৮), পিতা-মোঃ হারিছ উদ্দিন, মাতা-মোছাঃ মাজেদা খাতুন, সর্ব সাং-হাতিবান্ধা, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারের বিষয়ে ০৬ মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী, নান্দাইল ও ফুলপুর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
