ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজারের জিলাপি পট্টির ফুটপাত লিজ দেওয়ার নামে ব্যবসায়ীদের থেকে অবৈধভাবে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগে সিটি করপোরেশনের বাজার পরিদর্শক খন্দকার জাহাঙ্গীর আলমকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। গত ৩ এপ্রিল সিটি করপোরেশনের সচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত চিঠিতে আগামী সাত দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
এছাড়া ঘটনা তদন্তে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিল্লুর রহমান ও সহকারী সচিব মো. আমিনুল ইসলাম। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী বলেন, তদন্ত রিপোর্ট পাওয়ার পর অভিযুক্ত বাজার পরিদর্শক খন্দকার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজারের জিলাপি পট্টি এলাকায় গত দেড় মাস আগে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে সিটি করপোরেশনের বাজার পরিদর্শক জাহাঙ্গীর আলম অনৈতিক অর্থ নিয়ে অর্ধশত ব্যবসায়ীদের লিজ দিয়ে ভিটে বসিয়ে দেয়। এরই প্রতিবাদে ক্ষুদ্র ব্যবসায়ীরা আন্দোলনে নামে এবং মেয়র বরাবর প্রতিকার চেয়ে আবেদন করে।