সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য এই স্লোগানকে সামনে রেখে বর্নাট্য র্যালির মধ্য দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে।বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে মমেক হাসপাতালের (আউটডর) এর সামনে থেকে একটি র্যালি বের হয়।উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অত্র হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম কিবরিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের উপ-পরিচালক ডাঃ ওয়ায়েজউদ্দীন ফরাজী, সহকারী পরিচালক ডাঃ শেখ আলী রেজা সিদ্দিকী,ও বিভিন্ন বিভাগেরর বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক, চিকিৎস , স্টোর অফিসার মোঃ শাহজাহান, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ময়মনসিংহের সভাপতি সিনিয়র স্টাফ নার্স লুৎফর রহমান, গোলাম মোস্তফা ও অত্র হাসপাতালের কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীগণসহ প্রমুখ।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এইদিন বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়। প্রতিবছর সংস্থাটি এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয়, যা বিশেষ করে সারা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ।এই দিনটিতে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পালিত হয় এ দিবসটি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com