ময়মনসিংহে ছুরিকাঘাতে নিহত যুবলীগ কর্মী শরীফ চৌধুরী হত্যাকাণ্ডের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হলো। ফুটপাতে চাঁদাবাজির ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরেই শরীফকে খুন করা হয়েছে বলে জানায় পিবিআই।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় নিজ বাসার গলিতে শরীফ চৌধুরীকে উপর্যুপরি ছুরিকাঘাত করছে এক যুবক। একপর্যায়ে জখম হওয়া শরীর নিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান যুবলীগ কর্মী শরীফ চৌধুরী।
বুধবার রাতে হত্যাকাণ্ডের পর থেকে পলাতক মূল আসামি রাকিবুল হাসান তপুসহ তিনজনকে সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করে পিবিআই। মামলা হাতে পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয় তাদের।
পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, শহরের ফুটপাতে চাঁদাবাজির ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রধান আসমিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যার সঙ্গে যুক্ত আরও দুজনকে গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।নিহত শরীফ চৌধুরী বাবার হাসপাতাল ব্যবসা দেখাশোনার পাশাপাশি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে জানায় তার পরিবার।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com