ময়মনসিংহের বিভাগীয় প্রশাসনের তত্ত্বাবধানে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং এস.এম.ই ফাউন্ডেশনের আয়োজনে নগরীর টাউন হল প্রাঙ্গণে সপ্তাহ ব্যাপী বিভাগীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। তিনি শিক্ষিত যুব সমাজকে চাকুরীর উপর নির্ভরতা কমিয়ে উদ্যোক্তা হওয়ার উৎসাহ প্রদান করে বক্তব্য রাখেন। সোমবার ১১ এপ্রিল (২০২২) সকাল ১০ টা হতে মেলার ৫০ টি সুসজ্জিত স্টল আগামী ১৭ মার্চ পর্যন্ত সপ্তাহ ব্যাপী প্রতিদিন দর্শক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এস.এম.ই ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক ড.মোঃ মফিজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম, সেবা), মহানগর আ’লীগের সভাপতি মোঃ এহতেশামূল আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী প্রমূখ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com