ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। রবিবার রাতে ত্রিশাল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবির মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার রাতে এসআই আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশালের নারায়ণপুর এলাকা থেকে ৫৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো,অলহরি ইজারাবন্দ গ্রামের মঞ্জুরুল ইসলাম ও ভালুকার মোঃ তায়েব মৃধা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com