ময়মনসিংহ জেলা গোয়ান্দা শাখা ডিবি পুলিশের অভিযান করে ৫০ পিস ইয়াবা সহ ০১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সফিকুল ইসলাম, অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহের নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার
অভিযান পরিচালনা করে ২৩ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখ দুপুর ১৩.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কাঁচিঝুলি ইটাখোলা রোড থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী আসামি ১। মোছাঃ রানী (৩৫), স্বামী-খোকন,
পিতা মৃত-হালিম সরকার, মাতা-মেহেরুন্নেছা, সাং-পশ্চিম শ্বরমঙ্গল, থানা-রাজৈর, জেলা-মাদারীপুরকে গ্রেফতার করা হয়। ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে ০১ মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com