ঢাকারবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ডেঙ্গু থেকে রক্ষায় সিটি কর্পোরেশনের ক্র্যাশ প্রোগ্রাম চলমান

জাগো বুলেটিন
মে ২০, ২০২২ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

নগরবাসীকে ডেঙ্গু থেকে রক্ষা করতে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম চালাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজনন ও বিস্তার রোধে পর্যায়ক্রমে নগরীর ৩টি জোনে চলমান রয়েছে এ কর্মসূচি।

গত শনিবার শুরু হওয়া ২ নম্বর জোনের কার্যক্রম বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় শেষ হয়েছে। আজ শুক্রবার (২০ মে) শুরু হয়ে আগামী সোমবার (২৩ মে) সন্ধ্যায় শেষ হবে ৩ নম্বর জোনের কার্যক্রম। এর আগে গত বৃহস্পতিবার (১২ মে) থেকে রোববার (১৫ মে) পর্যন্ত চলে ১ নম্বর জোনের কার্যক্রম।

নাগরিকদের সুরক্ষা দিতে মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র কঠোর নির্দেশনা বাস্তবায়নে একদল চৌকস কর্মকর্তা-কর্মচারীকে ক্র্যাশ প্রোগ্রামে সম্পৃক্ত করা হয়েছে। ডেঙ্গু বিস্তার মৌসুমের আগেই প্রতিরোধের ব্যবস্থা নেওয়ায় আক্রান্তের পরিমাণ অনেকাংশেই কমবে বলে মত প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা সঠিকভাবে ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনার পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু প্রতিরোধে নগরব্যাপী আগাম ব্যবস্থা নেওয়ার কারণে হুমকির হাত থেকে রক্ষা পাবেন নগরবাসী।

মশক নিধন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ফুড ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার বলেন, মেয়র মহোদয়ের কঠোর নির্দেশনায় নগরীতে ক্র্যাশ প্রোগ্রাম চালানো হচ্ছে। নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। ওয়ার্ড কাউন্সিলর এবং কর্মকর্তারা মশক নিধন কার্যক্রম তদারকি করছেন। তিনি বলেন, যেকোনো স্থানে ৩ দিনের বেশি জমে থাকা পানিতে এডিস মশার বিস্তার বাড়ে। বিস্তার রোধে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, এডিস মশার লার্ভা জমিয়ে রাখার বিষয়ে ইতিমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। এর পরও নির্মাণাধীন কোনো ভবন অথবা প্রতিষ্ঠানের জমা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।

ডেঙ্গু সম্পর্কে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, যেকোনো পরিস্থিতিতে নাগরিকদের সুরক্ষা দিতে আমরা বদ্ধ পরিকর। এ সময়ে এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়। আমাদের আশে-পাশে জমে থাকা পানিতে এডিস মশা বংশ বিস্তার করে। এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, এর আগে কখনও এডিস মশার কামড়ে সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটেনি। মশক নিধন কার্যক্রম এবং সকলের সচেতনতায় এবারও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকবে।

উল্লেখ্য, ৬০ জন দক্ষ মশক নিধনকর্মী পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ড এবং হটস্পটগুলোয় ফগার মেশিনের সহযোগিতায় লার্ভিসাইড ও এডাল্টিসাইড ছিটাচ্ছেন।

অপরদিকে ডেঙ্গু প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নগরবাসী। নগরবাসীকে সচেতন করতে বিতরণ করা হচ্ছে প্রচারপত্র। দিনব্যাপী মাইকিং করা হচ্ছে ওয়ার্ডগুলোয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com