ঢাকারবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

বাংলাদেশ বেতার ময়মনসিংহের স্থানীয় সংবাদ প্রচার কার্যক্রমের উদ্বোধন

জাগো বুলেটিন
জুন ২, ২০২২ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশ বেতার ময়মনসিংহের যাত্রা হলো শুরু। এতে এ অঞ্চলের মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে আনন্দের এক নবদ্বারা।

বেতার ময়মনসিংহ কেন্দ্র থেকে ও প্রতিদিন সকাল ৯টা ৫ এবং ১০টা ৫ মিনিটে দুটি স্থানীয় বাংলা সংবাদ প্রচার করা হবে। প্রতিটি সংবাদের স্থায়ীত্ব ৫ মিনিট। এর মাধ্যমে বাংলাদেশ বেতার বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের দৈনন্দিন ঘটনাবলী, সরকারের উন্নয়ন কর্মকান্ড, স্থানীয় অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি এবং আবহাওয়া সংক্রান্ত খবরা-খবর প্রচার করবে।

২৫মে অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) এএসএম জাহীদ সংবাদ প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে পরিচালক (বার্তা) মুহাম্মদ শরীফুল কাদের উপস্থিত ছিলেন। কেন্দ্রের প্রথম ও উদ্বোধনী সংবাদ পাঠ করেন উপ-বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবীর।

সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড, জনগণের চাহিদা, জনসচেতনতামূলক তথ্য ও বিভিন্ন সরকারি নির্দেশনা জনগণের দোরগোড়ায় বস্তুনিষ্ঠভাবে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে এ সংবাদ প্রচার শুরু হলো।

উল্লেখ করা যেতে পারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিডিয়াবান্ধব সরকার বাংলাদেশ বেতারকে দেশব্যাপী সম্প্রসারণের অংশ হিসেবে ময়মনসিংহ ও গোপালগঞ্জে দুটি এফ এম কেন্দ্র নির্মাণের জন্য ২০১২ সালে প্রকল্প গ্রহণ করে। প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাংলাদেশ বেতার, ময়মনসিংহ কেন্দ্রটি স্থাপন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২ নভেম্বর এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরদিন ৩ নভেম্বর থেকে পরীক্ষামূলক সম্প্রচার কার্যক্রম শুরু হয়। বর্তমানে সকাল ৭টা ৫ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত এই কেন্দ্রের নিজস্ব অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com