
দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশ বেতার ময়মনসিংহের যাত্রা হলো শুরু। এতে এ অঞ্চলের মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে আনন্দের এক নবদ্বারা।
বেতার ময়মনসিংহ কেন্দ্র থেকে ও প্রতিদিন সকাল ৯টা ৫ এবং ১০টা ৫ মিনিটে দুটি স্থানীয় বাংলা সংবাদ প্রচার করা হবে। প্রতিটি সংবাদের স্থায়ীত্ব ৫ মিনিট। এর মাধ্যমে বাংলাদেশ বেতার বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের দৈনন্দিন ঘটনাবলী, সরকারের উন্নয়ন কর্মকান্ড, স্থানীয় অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি এবং আবহাওয়া সংক্রান্ত খবরা-খবর প্রচার করবে।
২৫মে অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) এএসএম জাহীদ সংবাদ প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে পরিচালক (বার্তা) মুহাম্মদ শরীফুল কাদের উপস্থিত ছিলেন। কেন্দ্রের প্রথম ও উদ্বোধনী সংবাদ পাঠ করেন উপ-বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবীর।
সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড, জনগণের চাহিদা, জনসচেতনতামূলক তথ্য ও বিভিন্ন সরকারি নির্দেশনা জনগণের দোরগোড়ায় বস্তুনিষ্ঠভাবে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে এ সংবাদ প্রচার শুরু হলো।
উল্লেখ করা যেতে পারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিডিয়াবান্ধব সরকার বাংলাদেশ বেতারকে দেশব্যাপী সম্প্রসারণের অংশ হিসেবে ময়মনসিংহ ও গোপালগঞ্জে দুটি এফ এম কেন্দ্র নির্মাণের জন্য ২০১২ সালে প্রকল্প গ্রহণ করে। প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাংলাদেশ বেতার, ময়মনসিংহ কেন্দ্রটি স্থাপন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২ নভেম্বর এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরদিন ৩ নভেম্বর থেকে পরীক্ষামূলক সম্প্রচার কার্যক্রম শুরু হয়। বর্তমানে সকাল ৭টা ৫ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত এই কেন্দ্রের নিজস্ব অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
