ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ফুলবাড়ীয়ায় সিসিডিবি ও সিপিআরপির সহযোগিতায় চারা গাছ বিতরণ

মোবারক হোসেন
জুন ৬, ২০২২ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় সিসিডিবি ও সিপিআরপির সহযোগিতায় স্থানীয় ফোরাম সদস্যদের মাঝে মাল্টা গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুন) সকালে উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতীলেইট গ্রামে সংস্থাটির প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রত্নের সার্বিক পরিচালনায় চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পৃতীশ চন্দ্র পাল। প্রধান অতিথি তার বক্তব্যে মাল্টা ফসল রোপণ পদ্ধতি ও উপকারিতা সম্পর্কে আলোচনা করেন।

বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার রিচার্ড দোবে। এসময় সমাজ সংগঠক আরিফুজ্জামান ও হাসি চক্রবর্তী সহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার (৫ জুন) উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর এলাকায় স্থানীয় ফোরাম সদস্যদের মাঝে সংস্থাটির সহযোগিতায় মাল্টা গাছের চারা বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট তথ্যমতে, সংগঠনটির প্রায় ৩ শতাধিক সদস্যদের মাঝে ২৪ শত মাল্টা গাছের চারা বিতরণ করা হয়েছে। সিসিডিবি ও সিপিআরপির পক্ষ থেকে চারা পেয়ে উচ্ছাস প্রকাশ করেন উপকারভোগীরা। এসময় তারা সিসিডিবি ও সিপিআরপি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com