আগামী ১২ জুন থেকে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন। এই ক্যম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুকে ১ টি নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১ টি লাল রঙের ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ।
এই ক্যম্পেইন আগামী ১২ জুন থেকে শুরু ১৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ সিভিল সার্জন কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন কর্মশালায় ক্যম্পেইন বিষয়ে সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম ব্রিফিং করেন ।
ব্রিফিং এ জানানো হয়, ৩হাজার ৬৫৬টি কেন্দ্রে ৭ হাজার ৯১২জন স্বেচ্ছাসেবক ও সুপারভাইজার এর সহায়তায় এই ক্যাম্পেইন পরিচালিত হবে। এতে ১১ মাসের নিচে ৮৬ হাজার ৭৭০জন এবং ৫ বছরের নিচে ৭ লাখ ৪০হাজার ৩১৭জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় ডেপুটি সিভিল সার্জন ডা. পরীক্ষিত কুমার পাড়, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com