
শনিবার (১১ জুন) বিকালে উপজেলার বঙ্গবন্ধু চত্বরে ফুলবাড়ীয়া হেল্পলাইন এর ফটো কন্টেস্ট এর বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ শেষে ফুলবাড়ীয়া হেল্পলাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপজেলার খাদেমুল ইসলাম (কে.আই) ফাযিল মাদ্রাসা প্রাঙ্গনে বিভিন্ন জাতের কয়েকটি গাছের চারা রোপণ করা হয়।
ফুলবাড়ীয়া হেল্পলাইনের সাধারণ সম্পাদক সারোয়ার সাকিব বলেন, বিগত বছরের ন্যায় আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।
এসময় প্রতিষ্ঠানের সাইফুল ইসলাম, আবু জাফর, আব্দুল মজিদ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন।
বৃক্ষরোপণ কালে উপস্থিত স্থানীয়দের গাছ উপহার প্রদান করা হয়।
ফুলবাড়ীয়া হেল্পলাইনের পক্ষে আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শামীম আহমেদ, ফেরদৌস আল ফাহাদ, নাঈম শাহরিয়ার, সারোয়ার সাকিব, মো. তানজিত।
অন্যান্যদের মধ্যে স্থানীয় সফল উদ্যোক্তা আব্দুর রউফ মন্ডল, দৈনিক আজকের পত্রিকার ফুলবাড়ীয়া প্রতিনিধি সেলিম হোসেন উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
