
শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে শরীয়তপুর জেলায় তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও অর্থায়ন সুবিধা সহজীকরণে চালু হয়ছেে ‘শাণিত শরীয়তপুর- উদ্যোক্তাদের ডিজিটাল প্ল্যাটর্ফম’।
জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর পরিকল্পনা ও নেতৃত্বে উদ্যোক্তা উন্নয়নের প্রয়াস হিসেবে যাত্রা শুরু করেছে ‘শাণিত শরীয়তপুর- উদ্যোক্তাদের ডিজিটাল প্ল্যাটর্ফম’। মুজিবর্বষ ও মহান স্বাধীনতার সুর্বণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে ৪র্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি ও বর্তমান সরকারের র্নিবাচনী ইশতেহারের ‘তারুণ্যের শক্তি’ ধারণাকে উপজীব্য করে ও “তারুণ্যের শক্তিতে উজ্জীবিত ‘সোনার বাংলা’ গড়ার প্রত্যয়”- মূলমন্ত্রকে ধারণ করে প্রতিষ্ঠা করা হয়েছে।
ডিজিটাল এই প্ল্যাটর্ফমের তিনটি প্রধান
স্তম্ভ হল- আত্মর্কমসংস্থান, আত্মসম্মান, আত্মর্মযাদা।
মোঃ পারভেজ হাসান জানান, আমরা দেখতে পাই যে, পথচলার শুরুর দিকে অনেক উদ্যোক্তাই যথাযথ প্রশিক্ষণ ও র্অথায়নের অভাবে তার উদ্যোগকে সামনের দিকে নেতৃত্ব দিতে অসুবিধায় পড়েন। এই সমস্যারস মাধানকল্পে উদ্যোক্তা, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও ঋণদানকারী প্রতিষ্ঠান- এই তিন র্আথ-সামাজিক উন্নয়ন অনুঘটকের মাঝে মিসিং লিংকগুলোকে এক সুতোয় এনে যোগসূত্র স্থাপন করার জন্যই আমাদের এই আনন্দ উদ্যোগ।
এই উদ্যোগের ওয়েব পোর্টাল (https://shanitoshariatpur.gov.bd/) ও কন্টেন্ট ডেভেলপমেন্ট এর কাজে সক্রিয় ভূমিকা পালন করেন সহকারী কমিশনার মো. মাহবুবুল ইসলাম।
এই প্ল্যাটর্ফমের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। প্রশিক্ষণ প্রদানের জন্য বিভিন্ন সরকারি/বেসরকারি দপ্তর ও সংস্থা এই প্ল্যাটর্ফমের সাথে সংযুক্ত রয়েছে। আগ্রহী উদ্যোক্তারা এই প্ল্যাটর্ফম ব্যবহার করে এ জেলার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ তথা আবেদন করার মাধ্যমের র্অথায়নের সুবিধাও পাবেন। জেলা পর্যায়ে উদ্যোক্তা উন্নয়নে সরকারের প্রণোদনা প্যাকজের আওতায় বরাদ্দের টাকা
ও কৃষিঋণের জন্য প্রাপ্ত বরাদ্দ যাতে সঠিকভাবে বন্টিত হয় সেজন্য এই প্ল্যাটর্ফম গুরুত্বর্পূণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
/শুভ্র/
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
