
বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেল সাইবার হামলার শিকার হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সময় টিভির সম্প্রচার বিভাগের প্রধান সালাউদ্দিন সেলিম।
সময় টিভির ইউটিউব চ্যানেল রবিবার দুপুর ১ টার দিকে সাইবার হামলার শিকার হয়। হ্যাকাররা ইউটিউব চ্যানেলটি হ্যাক করে একটি ভিডিও আপলোড করে রেখেছে।
সময় টিভির সম্প্রচার বিভাগের প্রধান সালাউদ্দিন সেলিম জানান, চ্যানেলটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কিছু কারিগরি কাজ চলছে, এরপরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। চ্যানেলের নাম পরিবর্তন সহ অন্যান্য কারিগরি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফেরাতে কাজ করছে সময় টিম বলেও জানান তিনি।
জানা যায়, রাশিয়ার একটি হ্যাকার গ্রুপ এই সাইবার হামলা চালায়। তবে কেন এই সাইবার হামলা সে ব্যাপারে এখনও কিছু নিশ্চিত হওয়া যায় নি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
