ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন হয়েছে। ফলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করতে পারছেন না।
মঙ্গলবার দুপুর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ পাঠাতে পারছেন না গ্রাহকরা। বাংলাদেশ ছাড়াও ভারতের ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েছেন বলে গণমাধ্যমে উঠে উঠেছে।
ওয়েবসাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টর জানিয়েছে, ২৫ অক্টোবর বেলা ১১.৫৫ মিনিট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকরীরা সমস্যার কথা জানায়।
ইতিমধ্যেই টুইটার, ফেসবুকের মতো যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যবহারকারীরা অভিযোগ জানাতে শুরু করেছেন।
আশা করা হচ্ছে যে, দ্রতুই সমস্যার সমাধান করবে মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মটি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com