ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

স্মার্টফোন ব্যবহার করেন না যেসব তারকা

জাগো বুলেটিন
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

তথ্য-প্রযুক্তির অগ্রগতির এ সময়ে বিশ্বব্যাপী স্মার্টফোন হয়ে উঠেছে জীবনের অন্যতম অনুষঙ্গ। নাদান বাচ্চা থেকে বয়োবৃদ্ধ সব প্রজন্মই স্মার্টফোনে প্রযুক্তির নানা সুবিধা নিচ্ছে। বলা যায়, পুরো দুনিয়া বন্দি সেই বাক্সে।

আশ্চর্যের বিষয় হলো, চারদিকে যখন স্মার্টফোনের রব তখনো এমন অনেকে আছেন, যারা নিজেদের সরিয়ে রেখেছেন স্মার্টফোন থেকে যোজন যোজন দূরে। সাধারণ মানুষ তো বটেই, এ তালিকায় আছেন বিখ্যাত তারকারাও। সহজে এই কথা মানতে পারবেন না অনেকেই। অবিশ্বাস্য হলেও এমন বিখ্যাত কয়েকজন তারকা আছেন, যারা স্মার্টফোন থেকে নিজেদের এখনো দূরে রেখেছেন।

ডিজিটাল বিপ্লবের এ সময়ে যখন স্মার্টফোনবিহীন চিন্তা করা যায় না এক মুহূর্ত, তখন কারা এমন স্মার্টফোন ব্যবহার থেকে নিজেদের বিরত রেখে অসাধ্য সাধন করেছেন। চলুন জেনে নেওয়া যাক সেসব বিখ্যাত মানুষের কথা।

টম ক্রুজ

হলিউডের অন্যতম সেরা এবং জনপ্রিয় নায়ক টম ক্রুজ স্মার্টফোন থেকে নিজেকে দূরে রেখেছেন। ষাট ছুঁইছুঁই এই চিরতরুণের কখনো সেলফোন রাখার প্রয়োজন পড়েনি। অবশ্য ফোন রাখার বিশেষ কোনো কারণও নেই তার। আশপাশে এত লোকজন যে, ওরাই টমের সবধরনরে কাজ ম্যানেজ করে।

জাস্টিন বিবার

সারা বিশ্বের তরুণ সমাজের উন্মাদ পপ তারকার কণ্ঠের জাদুতে বিমোহিত হয় শ্রোতারা। বিশ্ব তারুণ্যের পপ আইকন বলা হয় তাকে। এত অল্প বয়সে তারকাখ্যাতি খুব কম শিল্পীই পেয়েছেন। বয়সে তরুণ হলেও এ তারকা ব্যবহার করেন না স্মার্টফোন। কারণ এটি ব্যালেন্স করা তার জন্য কষ্টকর। যদিও জরুরি কাজগুলো সারতে ব্যবহার করেন ট্যাব।

শাশ্বত চট্টোপাধ্যায়

ভারতীয় বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল মুখ শাশ্বত চট্টোপাধ্যায়। নিজের অভিনয়শৈলী ও বাচনভঙ্গিতে মানুষের মনে জায়গা করে নিয়েছেন এ গুণী তারকা। চলচ্চিত্রে ও টেলিভিশনে অসংখ্য চরিত্রে দেখা গেছে মোবাইল হাতে অথচ বাস্তবে তিনি পুরোটাই বিপরীত। যোগাযোগের জন্য তার একমাত্র মাধ্যম বাড়িতে থাকা ল্যান্ডফোন।

এলটন জন

বিশ্বখ্যাত আরেক পপ তারকা স্যার এলটন জন একই পথের পথিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত উপস্থিত দেখা গেলেও তিনি কোনো সেলফোন ব্যবহার করেন না। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আইডিগুলো পরিচালনা করেন তার স্বামী ডেভিট ফার্নিশ ও তার ব্যক্তিগত স্টাফরা।

শাইলিন উডলিন

নিজেকে কিছুতে বেঁধে রাখতে চান না। আর এজন্যই স্মার্টফোন ব্যবহার করেন না দ্য বলটিন অ্যাওয়ার্ড স্টারখ্যাত তারকা শাইলিন উডলিন। তাছাড়া বাস্তবিক সামাজিক যোগাযোগের প্রতি তার বাড়তি ভালোবাসা বাড়াতে চান। এজন্য ডিজিটাল সামাজিকতা ভার্চুয়াল জগতে নিজেকে ব্যস্ত রাখেন না।

জেসিকা পার্কার

আমেরিকান অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক এবং ডিজাইনার সারা জেসিকা পার্কার বেশ ফ্যাশনসচেতন। তবে ফ্যাশনের সঙ্গী হিসাবে সেলফোন কখনোই স্থান পায়নি তার কাছে।

সাইমন কাওয়েল

এক সাক্ষাৎকারে সাইমন কাওয়েল বলেন, তার কাছে সেলফোনগুলোকে বিষাক্ত বলে মনে হয়। তার মতে, কেউ যদি অল্পও ব্যবহার করেন; তবুও আপনি জানেন, আপনি চান না, আপনার টেলিফোন জীবনকে শাসন করুক। যখন আপনি মিটিংয়ে থাকেন বা কোন বিশেষ আলোচনায় অথবা খাবারের টেবিলে পরিবারের সঙ্গে আছেন দেখা যায় সবার মধ্যেই স্মার্টফোনের প্রতি প্রবল আসক্তি।

 

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com