বৃটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস মাত্র ছয় সপ্তাহ ক্ষমতায় থাকার পর বৃহস্পতিবার কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, আগামী সপ্তাহের শেষের দিকে তার উত্তরসূরি নির্বাচিত হবেন।
ট্রাস বলেছেন, ‘আমি স্বীকার করছি, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত হলেও আমি ম্যান্ডেড পূরণ করতে পারবো না। তাই আমি মহামান্য রাজার সাথে কথা বলেছি, তাকে অবহিত করার জন্য যে, আমি কনজারভেটিভ পার্টির নেতা হিসাবে পদত্যাগ করছি।’
সূত্র জানায়, ট্রাসের স্থলাভিষিক্ত নতুন নেতা নির্বাচিত করার জন্য কনজারভেটিভ পার্টিকে অবশ্যই আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভোট করতে হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com