
ইউরোপে খুব কমই নিদর্শনই আছে যেটি আইফেল টাওয়ার থেকে বেশি জনপ্রিয়। প্যারিসের এই বিখ্যাত টাওয়ারটির ওপর একটি ডিজিটাল অডিও এন্টেনা বসানোর কারণে হঠাৎ এর উচ্চতা ১৯.৬৯ ফুট বৃদ্ধি পেয়েছে।
জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভি জানায়, আজ মঙ্গলবার হেলিকপ্টারের মাধ্যমে এই ডিএবি ( ডিজিটাল অডিও এন্টেনা) বসানোর কাজ সম্পন্ন হয়েছে। টাওয়ারটির বর্তমান উচ্চতা ৩৩০ মিটার।
ঊনিশ শতকের শেষের দিকে গুস্তাফ আইফেল এই টাওয়ারটি নির্মাণ করেন। ১৯৮৭ সালে ফ্রান্সের স্বাধীনতা স্মারক হিসেবে এর নির্মাণ কাজ শুরু হয়।
আইফেল টাওয়ারের চূড়ার ঊচ্চতা এ পর্যন্ত বহুবার পরিবর্তিত হয়েছে। যেকারণে আইফেল টাওয়ার নিয়ে মানুষের মধ্যে একটা কৌতুহল রয়েছে।
এখন পর্যন্ত ফ্রান্সের আগত পর্যটক ও বিভিন্ন দর্শনার্থীদের কাছে আইফেল টাওয়ারটি ভ্রমণ ও বিনোদনের প্রধান আকর্ষণ বলে বিবেচিত হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
