বৃহস্পতিবার (১৫ জুন) নীলফামারী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরের খরিপ ২০২৩-২৪ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান ফসলের জন্য বীজ ও সার বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে জেলা সদরের সাতটি ইউনিয়নের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ জানান সদরের মোট ১৭০০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধান বীজ ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি পটাশ সার দেওয়া হবে। এতে মোট ৩৪ মেট্রিক টন সার ও ৮ হাজার ৫০০ কেজি বীজ পর্যায়ক্রমে খুব দূত প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com