ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

শত শত দুর্ঘটনা-শব্দ দূষণের ফোন, মিসড কল ৬ হাজার

জাগো বুলেটিন
মে ৬, ২০২২ ৮:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতরের ছুটির তিন দিনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ দুই হাজার ৭৮৪টি ফোনকল এসেছে। এর মধ্যে মারামারি সংক্রান্ত কল ৭৫২টি। এছাড়া, দুর্ঘটনা সংক্রান্ত ২০২টি ও শব্দ দূষণ সংক্রান্ত ১৪৩টি ফোনকল এসেছে।

বৃহস্পতিবার (৫ মে) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

৯৯৯ এর মিডিয়া সূত্রে জানা গেছে, গত ২, ৩ ও ৪ মে ঈদের ছুটিতে বখাটেদের উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে গান শোনার অভিযোগে শব্দ দূষণ সংক্রান্ত ১৪৩টি ফোনকল এসেছে। দুর্ঘটনা সংশ্লিষ্ট ২০২টি, জুয়া সংক্রান্ত ১৬০টি, ছিনতাই সংক্রান্ত ১৮টি ও অগ্নিদুর্ঘটনা সংক্রান্ত ১০৪টি ফোনকল এসেছে।

চুরি সংক্রান্ত ফোনকল আসে ৫৯টি, বেড়াতে গিয়ে হিজড়াদের আক্রমণ শিকার সংক্রান্ত ৯টি, ডাকাতি সংক্রান্ত ৪টি ও মদ্যপান সংক্রান্ত ৪টি ফোনকল এসেছে।

আরও জানা যায়, ঈদের ছুটির তিন দিনে আসা ২ হাজার ৭৮৪টি ফোনকলে সাড়া দিয়ে সেবা দিয়েছে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯। এর মধ্যে অ্যাম্বুলেন্স সংক্রান্ত ১৮৩টি, অগ্নিদুর্ঘটনা ও আগুন লাগার সংক্রান্ত ২৩৪টি ও পুলিশের সেবা সংক্রান্ত ২ হাজার ৩৬৭টি ফোনকলে সাড়া দিয়ে সেবা দেওয়া হয়েছে।

ঈদের ছুটির তিন দিনে বিনা কারণে ফোনকল এসেছে ২৪ হাজার ৯০৪টি। এছাড়া এই তিন দিনে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ মিস কল এসেছে ৫ হাজার ৬৭৫টি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com