বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩-’২৪ কার্যবর্ষের সেরা ফিচার লেখক নির্বাচিত হয়েছেন তরুণ লেখক তানজিদ শুভ্র। সোমবার (১৬ সেপ্টেম্বর) শাখার সভাপতি লাইজু আক্তার ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করা হয়।
তানজিদ শুভ্র দীর্ঘদিন যাবৎ জাতীয় ও স্থানীয় পত্রপত্রিকায় লেখালেখি করে আসছেন। ছোটবেলা থেকেই লেখালেখি ও সাংবাদিকতায় আগ্রহী ছিলেন। তানজিদ ডিজিটাল সাংবাদিকতার পরিচিতি বিষয়ে রয়টার্স-এর একটি অনলাইন কোর্স সম্পন্ন করেছেন। এছাড়াও দেশীয় প্লাটফর্মে অনলাইন সাংবাদিকতা, নাগরিক সাংবাদিকতা, টেলিভিশন নিউজ রিপোর্টিং এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩-’২৪ কার্যবর্ষে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তানজিদ শুভ্র ইত্তেফাক, যায়যায়দিন, কালের কণ্ঠ, প্রতিদিনের বাংলাদেশ, প্রতিদিনের সংবাদ, খোলা কাগজ, মানবকণ্ঠ, ডেল্টা টাইমস, দৈনিক আলোকিত সকাল সহ বিভিন্ন দৈনিকে লেখালেখি করেন। পাশপাশি জাগো নিউজ, রাইজিং বিডি, দ্য ডেইলি ক্যাম্পাস, ডেইলি বাংলাদেশ, ডে-নাইট নিউজ, তরঙ্গ নিউজ, দ্য ঢাকা নিউজ, জাগো বুলেটিন, আওয়ার নিউজ বিডি-তে তার লেখা প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩-’২৪ কার্যবর্ষের সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রায়হান উদ্দীন ছিদ্দিকী। এছাড়াও মোঃ জুবাইল আকন্দ, এস. আর শাহিন, মোহাম্মদ এনামুল হক উদীয়মান সেরা সংগঠক, মোঃ আরমান রাকিব, এস. এম. রাহমান জিকু, ভুঁইয়া শফি সেরা কলাম লেখক, হুমায়রা খানম জেরিন সেরা চিঠিপত্র লেখক এবং তৈয়বা খানম ও ফাতেমাতুজ জোহুরা সেরা সদস্য নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। বর্তমানে দেশের প্রায় ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম চলমান রয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com