ঢাকাবুধবার , ২০ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

সিপিআই পলিটেকনিকে মেধাবৃত্তি প্রদান

তানজিদ শুভ্র
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মিরপুরে অবস্থিত বেসরকারি পলিটেকনিক সিপিআই ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজিতে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক গত মাসে প্রকাশিত পর্ব সমাপনী পরীক্ষায় জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাবৃত্তির ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। 

ঢাকা জেলায় অবস্থিত বেসরকারি পলিটেকনিক সমূহের মধ্যে জিপিএ ৪ প্রাপ্তিতে এগিয়ে সিপিআই পলিটেকনিক। প্রতিষ্ঠানের ১ম পর্বে মো. মেহেদী হাসান জয়, ৩য় পর্বে জান্নাতুল নাঈম, ৫ম পর্বে হাফসা মেহরিন ও ৭ম পর্বে রফিকুল ইসলাম, মোঃ আবু হুরায়রা, মোঃ সানি হাওলাদার, শুভ চন্দ্র মোহন্ত; মোট ৭ জন জিপিএ ৪ এর মধ্যে জিপিএ ৪ পেয়ে উত্তীর্ণ হয়েছে। 

চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ৭টি টেকনোলজির বিভাগীয় প্রধানবৃন্দ, একাডেমিক ইনচার্জ আবু সাঈদ মো. মাহবুব, জব প্লেসমেন্ট অফিসার মো. তৌহিদুজ্জামান, কোর্স কো-অর্ডিনেটর মো. রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

একাডেমিক ইনচার্জ আবু সাঈদ মো. মাহবুব মেধাবৃত্তি প্রাপ্ত সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের শিক্ষার্থীরা বরাবরের মতোই আমাদের প্রতিষ্ঠানের সাফল্য ধরে রেখেছে। আগামী দিনেও তোমাদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে জীবনের পরবর্তী ধাপে সফল হবে, ইনশাআল্লাহ।

/শুভ্র

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com