ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ময়মনসিংহে নার্সিং কলেজের নির্মাণকাজ উদ্বোধন করেন মেয়র টিটু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
জুন ১১, ২০২২ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে সালেসিয়ান সিস্টারস নার্সিং কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ।

১০ জুন শুক্রবার দুপুর ৩.৩০ মিনিটে ময়মনসিংহ নগরীর ১৮/১ এ কৃষ্টপুরে এক আলোচনা সভার মধ্য দিয়ে সালেসিয়ান সিস্টারস নার্সিং কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু এবং সালেসিয়ান সিস্টারস নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সিস্টার লতিকা লুর্দ মেরী ও ময়মনসিংহ ধর্মপ্রদেশ এর সিএসসি বিশপ পনেন পল কুবি, ময়মনসিংহ রামকৃষ্ণ মিশনের মহারাজসহ নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মসিক মেয়র সালেসিয়ান সিস্টারস নার্সিং কলেজের সফলতা কামনা করে বলেন, নার্সিং পেশাটি দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের মানুষের সেবা দিয়ে যাচ্ছে আমাদের নার্স বোনেরা। নার্সিং কলেজের নতুন ভবনটি হলে প্রতি বছর শতাধিক নার্স বের হবে এবং বিভিন্ন মানুষের কর্মসংস্থানও তৈরি হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com