ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

রমজানে এফ এ সুমনের ইসলামিক গান

জাগো বুলেটিন
এপ্রিল ১০, ২০২২ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

জনপ্রিয় কন্ঠশিল্পী এফ এ সুমনের কণ্ঠে প্রকাশিত হল নাতে রাসূল ‘নবী কামলিওয়ালা’। রাসূল প্রেমের বীজ বুনেছি হৃদয়ে জমিনে/উম্মতের কান্ডারি নবী/হাশরের দিনে এমন কথামালায় গানটি লিখেছেন ও সুর করেছেন হাবিব মোস্তফা।

পবিত্র রমজান উপলক্ষ্যে এফ এ সুমনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির একটি নান্দনিক ভিডিও প্রকাশিত হয়েছে।

গানটি সম্পর্কে এফ এ সুমন বলেন, ইসলামিক গান আমি আগেও করেছি। গানগুলো শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়। এরই ধারাবাহিকতায় ‘নবী কামলিওয়ালা’ শিরোনামের এই নাতে রাসূলটি গাইলাম। তিনি আরও বলেন, কোনো ধরণের বাণিজ্যিক চিন্তা থেকে নয়, মনের গভীরে আল্লাহর রাসূল (সাঃ) এর প্রতি আমার ব্যক্তিগত ভালবাসা ও শ্রদ্ধা থেকেই গানটি করা। আশা করছি, গানটি শুনে শ্রোতাদের মনে নবীপ্রেম দৃঢ়ভাবে জেগে উঠবে।

হাবিব মোস্তফা বলেন, রাসূল (সাঃ) এর পদাঙ্ক অনুসরণ করে, তাঁর সুন্নতকে হৃদয় ও কর্মে ধারণ করে জীবনকে কল্যাণকরভাবে সাজানোর আহবান নিয়ে এই গান। তিনি আরও বলেন, এফ এ সুমন ভাই এ সময়ের অত্যন্ত শ্রোতানন্দিত একজন কণ্ঠশিল্পী। গত বছরের রমজানে তার কণ্ঠে আমার রচনায় ‘আল কোরআন’ শিরোনামের ইসলামিক গানটির সাফলের পরিক্রমায় ‘নবী কামলিওয়ালা’ গানটির জন্ম হল। শ্রোতাদের ভালবাসা পেলে, ভবিষ্যতে এ ধরণের আরো কাজের সৃষ্টি হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com