ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

জো বাইডেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া

জাগো বুলেটিন
মার্চ ১৬, ২০২২ ৭:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। একই সঙ্গে  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী , জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রধানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

বিবিসি নিউজের সূত্রে এ সংবাদ জানা যায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন: এখনই যুদ্ধ বন্ধ না করা হলে ইউরোপের অন্য দেশকেও রাশিয়া লক্ষ্যবস্তু করবে। ‘লজ্জাজনক’ যুদ্ধ বন্ধ করে রুশ সেনাদের আত্মসমর্পণের মাধ্যমে সম্মানজনক জীবন বেছে নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

রাশিয়াকে যুদ্ধে সহায়তা করলে চীনকে চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। জোট হিসেবে মিত্রদের রক্ষা করাই উদ্দেশ্য বলে জানিয়েছে ন্যাটো। ইউক্রেন নিয়ে জেলেনস্কির সাথে আলোচনায় কিয়েভ যাচ্ছেন ইইউ’র তিন নেতা। পঞ্চম দফায় আবারও ইউক্রেন-রাশিয়ার শান্তি আলোচনা চলছে।

ইউক্রেনের মারিওপোলসহ প্রধান শহরগুলোতে রুশ হামলা চলছেই। কিয়েভের মেট্রো স্টেশন এবং আবাসিক স্থাপনায় রুশ বিমান হামলায় ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমান সময়কে অত্যন্ত কঠিন এবং ভয়াবহ দিন উল্লেখ করে ৩৫ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছেন কিয়েভের মেয়র।

সোমবার শান্তি আলোচনার সময় মারিওপোল শহর থেকে ২ হাজার গাড়িতে করে নগরবাসীকে নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়। অন্যান্য শহরেও চলছে রুশ বাহিনীর তাণ্ডব। সীমিত অস্ত্র দিয়েই প্রতিরোধ গড়ার চেষ্টা করছে ইউক্রেনের সেনাবাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া বলছে অন্যদেরও পরিণতি ভোগ করতে হবে। ইউক্রেন ইস্যু নিয়ে আগামী সপ্তাহে ইউরোপ সফরে ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট।

নিজেদের মিত্রদের রক্ষা করাই উদ্দেশ্যে বলেছেন ন্যাটো প্রধান। ইউক্রেন ইস্যুতে জড়িতা না থাকা ন্যাটোর ৩০ সদস্যের একজনের ক্ষতি হলে সামরিকভাবে রাশিয়াকে জবাব দেওয়া হবে বলেছেন তিনি।

ইউক্রেন পরিস্থিতি নিয়ে জেলেনস্কির সাথে আলোচনায় কিয়েভ যাচ্ছেন প্যোলান্ড, চেক রিপাবলিক এবং স্লোভানিয়ার প্রধানমন্ত্রী। রাশিয়ার বিলাসবহুল পণ্যের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com